×

আন্তর্জাতিক

রাফা নিয়ে ইসরায়েলকে মিশর, ফ্রান্স ও জর্ডানের হুশিয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০৩:৪৯ পিএম

রাফা নিয়ে ইসরায়েলকে মিশর, ফ্রান্স ও জর্ডানের হুশিয়ারি

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফা সীমান্তে হামলা চালানো হলে ইসরায়েলকে ‘বিপজ্জনক পরিণতির’ বিষয়ে সতর্ক করে দিয়েছে মিশর, ফ্রান্স ও জর্ডান। 

সোমবার (৮ এপ্রিল) এই তিন দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে গাজার দক্ষিণাঞ্চলীয় এই শহরে হামলার বিষয়ে এই হুশিয়ারি উচ্চারণ করেন। খবর আল-জাজিরার।

যৌথ ওই বিবৃতিতে তারা ইসরায়েলকে ‘অবিলম্বে’ হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আরো পড়ুন: ইসরায়েলি হামলায় গাজার মেয়র ও চিকিৎসক নিহত

এদিকে মিসর, ফ্রান্স ও জর্ডানের নেতাদের এই হুঁশিয়ারির বিবৃতিটি বিশ্বের বেশ কয়েকটি প্রভাবশালী পত্রিকায় বেশ ফলাও করে ছাপা হয়েছে।

তারা বলেছেন, ‘আমরা রাফাহতে অভিযানের বিরদ্ধে ইসরায়েলকে কঠোর হুশিয়ারি দিয়ে বলেছি, রাফাহতে হামলার পরিণতি হবে বিপজ্জনক। কারণ, ইতোমধ্যে ওই এলাকায় ফিলিস্তিনের বিভিন্ন এলাকার ১৫ লাখ বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছেন।

তারা আরো বলেছেন, এ ধরনের অভিযান ‘শুধুমাত্র আরো মৃত্যু ও দুর্ভোগ বয়ে আনবে’ এবং ‘আঞ্চলিক উত্তেজনাকে হুমকির দিকে ঠেলে দিবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App