×

আন্তর্জাতিক

জিম্মিদের মুক্তির আগে গাজায় যুদ্ধবিরতি নয়: নেতানিয়াহু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ০২:০৪ পিএম

জিম্মিদের মুক্তির আগে গাজায় যুদ্ধবিরতি নয়: নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে জিম্মি হওয়াদের মুক্তি না দেয়া পর্যন্ত সেখানে ইসরায়েল কোনো যুদ্ধবিরতিতে রাজি হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার একথা বলেছেন।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনা মিশরে শুরু হতে চলায় সাপ্তাহিক মন্ত্রিসভার এক বৈঠকে নেতানিয়াহু এই কথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাতিক চাপ বাড়তে থাকলেও ইসরায়েল গাজার হামাস শাসকদের চরম দাবির কাছে মাথা নত করবে না, যারা দক্ষিণ ইসরায়েলের মাটিতে গতবছর ৭ অক্টোবরে হামলা চালিয়ে যুদ্ধ উস্কে দিয়েছিল।

গাজায় জয় পাওয়া থেকে ইসরায়েল মাত্র এক ধাপ দূরে আছে বলে নেতানিয়াহু মন্তব্য করেছেন। তবে তিনি বলেন, এর জন্য যে মূল্য দিতে হচ্ছে তা বেদনাদায়ক এবং হৃদয়বিদারক।

নেতানিয়াহু জোর দিয়ে বলেন যে, ‘ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি করতে প্রস্তুত আছে কিন্তু আত্মসমর্পণ করতে প্রস্তুত নয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App