×

আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলের ভয়াবহ বিমান হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ১১:৪৮ এএম

লেবাননে ইসরাইলের ভয়াবহ বিমান হামলা

ছবি: সংগৃহীত

লেবাননের পূর্বাঞ্চলে রবিবার ভোরবেলা থেকে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরাইলের যুদ্ধবিমান।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহর সেনাঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। খবর আরব নিউজের। 

তবে, লেবাননের দাবি- বেসামরিক এলাকায় হামলা করছে ইসরায়েল। এ হামলায় কতজন প্রাণ হারিয়েছেন তা জানা যায়নি।

লেবাননের পূর্বাঞ্চলে বেকা উপত্যকার দুই এলাকা জান্তা ও সিফরিতে ভোর থেকেই বিমান হামলা শুরু করে ইসরায়েল।

বেকা উপত্যকাটি সিরিয়ার সীমান্তবর্তী একটি পাহাড়ি এলাকা। এ এলাকাটিতে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর প্রায়ই গোলাগুলি হয়।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলার পর থেকে সিরিয়া ও লেবানন সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App