×

আন্তর্জাতিক

ইসরায়েলের গুলিতে জিম্মি নারী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০১:২৪ পিএম

ইসরায়েলের গুলিতে জিম্মি নারী নিহত

ছবি: সংগৃহীত

ইসরায়েলের এক তদন্তে উঠে এসেছে, ৭ অক্টোবর হামাসের হামলার সময় জিম্মি হওয়া একজন ইসরায়েলি নারী তাদের গুলিতেই নিহত হয়েছে। 

শুক্রবার (৫ এপ্রিল) সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদনে বলা হয়, সে দিন ইসরায়েলি বাহিনী একটি যুদ্ধ হেলিকপ্টার থেকে অপহরণকারীদের গাড়িতে গুলি চালায়। এতে ইফ্রাত কাটজ নামক ওই  ইসরায়েলি নারীসহ গাড়িতে থাকা বেশিরভাগ হামাস যোদ্ধা নিহত হয়।

সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, হেলিকপ্টারটি থেকে সন্ত্রাসীদের গাড়িতে গুলি করা হয়েছিল। ওই গাড়িতে সন্ত্রাসীদের সঙ্গে ইফ্রাত কাটজও ছিলেন।

এ বিষয়ে ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান টোমার বার বিবৃতিতে বলেছেন, ‘মর্মান্তিক ও দুর্ভাগ্যজনক’ এই ঘটনাটি ‘যুদ্ধ এবং অনিশ্চয়তার পরিস্থিতির’  মধ্যে ঘটেছে।

বিমান বাহিনীর কমান্ডার হেলিকপ্টার ক্রুদের অপারেশনে কোনো ত্রুটি খুঁজে পাননি। তিনি বলেন, তারা কেবল যুদ্ধের মত জটিল বাস্তবতায় আদেশ মেনে কাজ করেছিল।’

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ভুলটি ঘটেছে কারণ নজরদারি ব্যবস্থা গাড়িতে থাকা অপহরণকারীদের থেকে জিম্মিকে আলাদা করে চিনতে পারেনি। এর ফলে সন্ত্রাসীদের মারতে গিয়ে সে নারীও নিহত হয়েছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App