×

আন্তর্জাতিক

গাজায় ৭ ত্রাণকর্মী হত্যায় মার্কিন এমপিদের নিন্দা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০২:৪৯ পিএম

গাজায় ৭ ত্রাণকর্মী হত্যায় মার্কিন এমপিদের নিন্দা

ছবি: সংগৃহীত

মধ্য গাজায় ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি বিমান হামলায় মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) ৭ কর্মী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। 

মঙ্গলবার (২ এপ্রিল) এ ঘটনার নিন্দা জানিয়েছে মার্কিন আইনপ্রণেতারা। খবর আনাদুলোর।

এর আগে সোমবার ( ১ এপ্রিল) অবরুদ্ধ গাজার দেইর এল-বালাহতে তারা নিহত হন বলে দাবি করেছে গাজার গণমাধ্যম। 

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গাজায় নির্বিচার গণহত্যা বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে ডব্লিউসিকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা শেফ জোসে আন্দ্রেস। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সহকর্মী নিহতের ঘটনা নিশ্চিত করেছে তিনি বলেন, এই কর্মীরা এর আগে ইউক্রেন, তুরস্ক, মরক্কো, বাহামা ও ইন্দোনেশিয়ায় ত্রাণকাজ করেছেন। 

তিনি তাদেরকে নিজের ভাইবোন বলে উল্লেখ করেছেন। সেইসঙ্গে খাবারকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জোসে আন্দ্রেস।

সাতজনের মধ্যে অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য এবং ফিলিস্তিনেরও নাগরিক ছিলেন বলে জানা গেছে। এক কর্মীর মৃতদেহটি এমনভাবে ক্ষত-বিক্ষত হয়েছে যে, তাকে চেনার উপায় নেই বলে জানিয়েছেন আল জাজিরার রিপোর্টার হিন্দ খুউদারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App