×

আন্তর্জাতিক

বাইডেনের সঙ্গে শি জিন পিংয়ের ফোনালাপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০২:৩৫ পিএম

বাইডেনের সঙ্গে শি জিন পিংয়ের ফোনালাপ

ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে গত নভেম্বরে মুখোমুখি বৈঠকের পর এই প্রথম ফোনালাপ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

মঙ্গলবার (২ এপ্রিল) ফোনালাপে এই দুদেশের প্রেসিডেন্ট সামরিক ও জলবায়ু ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। খবর তাসের।

আলোচনার অন্যান্য বিষয় গুলোর মধ্যে রয়েছে তাইওয়ান, দ্বিপাক্ষিক বাণিজ্য, এআইয়ের ঝুঁকি ও মাদকবিরোধী প্রচেষ্টা।

এসময় বাইডেন, তাইওয়ানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে দেশটিতে আইনের শাসন এবং দক্ষিণ চীন সাগরে নৌ চলাচলের স্বাধীনতার ওপরও জোর দিয়েছেন তিনি।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, বাইডেন রাশিয়ার সামরিক অভিযান এবং ও ট্রান্সআটলান্টিক নিরাপত্তার ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App