×

আন্তর্জাতিক

মস্কো হামলার নাটের গুরুদেরও শাস্তি হবে: পুতিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০১:১৫ পিএম

মস্কো হামলার নাটের গুরুদেরও শাস্তি হবে: পুতিন

ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার নেপথ্যে যারা জড়িত, সেসব পৃষ্ঠপোষকরাও ছাড় পাবে না বলে অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ এক সভায় পুতিন এ কথা বলেন। রুশ প্রেসিডেন্ট বলেন, হামলাকারী এবং হামলার পিছনে যারা জড়িত- এদের সবাইকেই  আমাদের খোঁজে বের করা প্রয়োজন।

এ সময় পুতিন বলেন, হামলার ঘটনায় কারা পৃষ্ঠপোষকতা করেছে আমরা অবশ্যই তাদের খোঁজে বের করতে পারবো।

পুতিন আরো বলেন, যারা এই অস্ত্রটি ব্যবহার করেছে, তাদের বোঝা উচিত এটি একটি দোধারী অস্ত্র। আইএসের কোন নির্ভরযোগ্য এজেন্ট নেই। তারা অর্থের জন্য এ হামলা চালাতেই পারে। তারা ধর্মীয় বা রাজনৈতিক বিষয়ের পরিবর্তে শুধুমাত্র আর্থিক সুবিধা বিবেচনা করেও এ কাজ করে থাকতে পারে।

আরো পড়ুন: মুসলিমদের জন্য জো বাইডেনের ইফতার আয়োজন

প্রসঙ্গত, গত ২২ মার্চ সন্ধ্যায় রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কমপ্লেক্সে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। পরে এ হামলার দায় স্বীকার করেছে আইএস। সর্বশেষ তথ্য অনুযায়ী এ হামলায় ১৪৪ জন নিহত হয়েছে এবং ৫৫১ জন আহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App