×

আন্তর্জাতিক

স্থানীয় নির্বাচনে বিপর্যয়ের কথা স্বীকার এরদোগানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০৪:২১ পিএম

স্থানীয় নির্বাচনে বিপর্যয়ের কথা স্বীকার এরদোগানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান স্বীকার করেছেন যে, তার নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টি রবিবারের স্থানীয় নির্বাচনে কাঙ্খিত ফলাফল অর্জন করতে পারেনি।

তিনি বলেন, বিষয়টি নিয়ে তারা আত্ম-সমালোচনা করবেন এবং ভুলত্রুটিগুলোর সমাধান করবেন। খবর আনাদোলুর।

এরদোগান বলেন, ৩১ মার্চ আমাদের জন্য শেষ নয়, বরং একটি টার্নিং পয়েন্ট। তুর্কি জাতি ৩১ মার্চের এই পৌর নির্বাচনে ব্যালট বাক্স ব্যবহার করে রাজনীতিবিদদের কাছে তাদের বার্তা পৌঁছে দিয়েছে। দেশব্যাপী নির্বাচনের আংশিক ফলাফলে দেখা গেছে বিরোধী দলগুলো বড় রকমের সাফল্য পাচ্ছে। এরপর তিনি তার সমর্থকদের একথা বলেছেন।

এরদোগান আরো বলেন, গত মে মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে আমাদের বিজয়ের নয় মাস পরে এসে দুর্ভাগ্যবশত আমরা স্থানীয় ভোটে যেমন ফলাফল চেয়েছিলাম তা করতে পারিনি। অথচ একে পার্টি এবং পিপলস অ্যালায়েন্স হিসেবে আমরা এই নির্বাচনী প্রতিযোগিতার জন্য আগের নির্বাচনের মতো নিবিড়ভাবে প্রস্তুতি নিয়েছিলাম।

তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, আমরা আমাদের দলের মধ্যে ৩১ মার্চের নির্বাচনের ফলাফল নিয়ে খোলা মনে বিশ্লেষণ করব এবং সাহসের সঙ্গে আমাদের আত্মসমালোচনা করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App