×

আন্তর্জাতিক

ওডেসার নিয়ন্ত্রণ হারাতে চলেছে ইউক্রেন: ইলন মাস্ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ১২:৩৯ পিএম

ওডেসার নিয়ন্ত্রণ হারাতে চলেছে ইউক্রেন: ইলন মাস্ক

ছবি: সংগৃহীত

মার্কিন ধনকুবের ইলন মাস্ক বলেছেন, রাশিয়ার সঙ্গে আলোচনার রাজি না হলে ইউক্রেন ওডেসা এবং কৃষ্ণ সাগরে প্রবেশাধিকার হারাতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তবে ওডেসার পতন হতে পারে। এর ফলে ইউক্রেন কৃষ্ণ সাগরে তার প্রবেশাধিকার হারাতে পারে। 

সম্প্রতি ইউক্রেনের সংঘাত নিয়ে জন স্পেন্সারের লেখা সম্পর্কে মন্তব্য করাতে গিয়ে তিনি এ কথা বলেন। খবর তাসের।

প্রতিবেদনটিতে বলা হয়, ইউক্রেন তার দুর্বল বিমান ও সেনা বাহিনী নিয়ে শক্তিশালী একটি বাহিনীর হামলা প্রতিহত করার চেষ্টা করছে। দুঃখজনকভাবে তারা অসম একটি যুদ্ধের মধ্যে আছে এবং নিশ্চিতভাবেই আশানুরূপ ফল করতে পারছে না। 

মাস্ক আরো বলেন, শক্তির দিকথেকে পিছিয়ে থাকা ইউক্রেনের সেনারা রাশিয়ার হামলার মুখে বারবার পিছু হটছে। ইতিমধ্যেই তারা বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App