×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ৬ আগ্নেয়াস্ত্রসহ মোসাদের ‘হিটম্যান’ আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০৩:০৮ পিএম

মালয়েশিয়ায় ৬ আগ্নেয়াস্ত্রসহ মোসাদের ‘হিটম্যান’ আটক

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পুলিশ এক ইসরাইলি নাগরিককে গ্রেফতার করেছে যাকে তদন্তকারী কর্মকর্তারা দেশটির গুপ্তচর সংস্থা মোসাদের হিটম্যান এবং একটি বড় গুপ্তচর চক্রের সদস্য বলে মনে করছেন।

সন্দেহভাজন ব্যক্তি সম্প্রতি একটি ফরাসি পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া গেছে এবং তিনি দাবি করেছেন যে, পারিবারিক বিবাদের জের ধরে এক সহকর্মী ইসরায়েলি নাগরিককে হত্যা করতে হয়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক রাজারুদ্দিন হোসেন এই গ্রেফতারের কথা জানান। খবর রয়টার্সের।

৩৬ বছর বয়সী সন্দেহভাজন ইসরায়েলি ১২ মার্চ মালয়েশিয়ায় প্রবেশ করেন এবং গ্রেপ্তারের সময় দেশটির রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে অবস্থান করছিলেন।

পুলিশ প্রধান জানান, জিজ্ঞাসাবাদের সময় সন্দেহভাজন ইসরায়েলি পুলিশকে আরেকটি পাসপোর্টের কথা জানান যা ইসরায়েল থেকে ইস্যু করা হয়েছে। এছাড়া, তার হোটেল রুমের একটি ব্যাগ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। 

রাজারুদ্দিন হোসেন জানান, সন্দেহভাজন ব্যক্তি তার কাজ বা চাকরির বিষয়ে তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছ। এ কারণে ওই ব্যক্তি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত ছিল বলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে।

হোসেন বলেন, সন্দেহভাজন ব্যক্তি আমাদের যা বলছে তা আমরা পুরোপুরি বিশ্বাস করি না, হয়তো তার অন্য এজেন্ডা আছে। কারণ তিনি এখানে ১২ মার্চ থেকে অবস্থান করছেন। রাজারুদ্দিন হোসেন বলেন, উদ্ধার করা অস্ত্রগুলো ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে কেনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App