×

আন্তর্জাতিক

ফিলিস্তিনের নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ১০:৫০ এএম

ফিলিস্তিনের নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের নতুন মন্ত্রিসভা গঠনকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার ফিলিস্তিনি নতুন সরকারের কাছ থেকে বিশ্বাসযোগ্য সংস্কারের আশা করেছেন।  

তিনি এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র নতুন ফিলিস্তিন সরকার গঠনকে সমর্থন করছে। আমরা একটি পরিবর্তন আশা করছি।’ খবর তাসের।

প্রতিবেদনটিতে বলা হয়, এ অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য নতুন মন্ত্রিসভা অপরিহার্য। 

মিলার বলেন, ‘আমরা ফিলিস্তিনি জনগণের সেবা করার জন্য একটি নতুন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (পিএ) মন্ত্রিসভার মনোনয়নে স্বাগত জানাই। 

পাশাপাশি মিলার শান্তির পক্ষে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘যুক্তরাষ্ট্র শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির প্রচারের জন্য নতুন মন্ত্রিসভার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ। যুক্তরাষ্ট্র আশা করছে নতুন সরকার দেশটিতে বিশ্বাসযোগ্য সংস্কার করবে।’

এর আগে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্যালেস্টাইন ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা অনুমোদন করেন। 

মন্ত্রিসভার আলোচ্য সূচিতে গাজা উপত্যকার বাসিন্দাদের সহায়তা প্রদানের পাশাপাশি পশ্চিম তীরের পুনর্গঠন অন্তর্ভুক্ত রয়েছে।

আরো পড়ুন: গাজায় বিমান হামলায় নিহত ২২

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App