×

আন্তর্জাতিক

এফএসবি

মস্কোয় হামলার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউক্রেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ০৪:০৯ পিএম

মস্কোয় হামলার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউক্রেন

ক্রোকাস সিটি হলে হামলার পেছনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউক্রেনের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) প্রধান আলেকজান্ডার বোর্টনিকভ।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি এটাই সত্য। যাই হোক না কেন, আমরা এখন আমাদের কাছে থাকা বাস্তব তথ্য নিয়ে কথা বলছি। এটি প্রাথমিক তথ্য, তবে আমাদের কাছে এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য রয়েছে।

বোর্টনিকভ বিশ্বাসের মতে, ইউক্রেন তাদের সক্ষমতা প্রমাণ করার চেষ্টা করছে। তারা আরো নাশকতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে হামলার বিষেয়ে আগে থেকে কোনও খবরই পাননি রাশিয়ার গোয়েন্দারা। এমনকি যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী হামলার বিষয়ে আগে থেকে বারবার সতর্ক করলেও এতে কর্ণপাত করেননি তারা। ফলে দেশটির গোয়েন্দা সংস্থার অগ্রাধিকার, সম্পদ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের বিষয় নিয়ে প্রশ্ন উঠছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App