×

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সৌদিতে ব্লিঙ্কেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৩:০৮ পিএম

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সৌদিতে ব্লিঙ্কেন

ইসরায়েল-হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার মধ্যপ্রাচ্যে সফরে গেছেন। 

এ সফরের প্রথমেই তিনি বুধবার সৌদি আরবে পৌঁছেছেন। এর পর তিনি মিশর ও ইসরায়েল সফর করবেন। খবর আনাদোলুর।

রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এক এক্স পোস্টে জানায়, ব্লিঙ্কেন গাজার যুদ্ধবিরতির নিয়ে আলোচনার সাম্প্রতিক অগ্রগতি এবং লোহিত সাগর ও এডেন উপসাগরের পরিস্থিতি নিয়ে সৌদি নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, মিসরীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য সৌদি আরবের পর মিশর সফর করবেন ব্লিঙ্কেন। এরপর শুক্রবার সফরের অংশ হিসেবে ইসরায়েলে পৌঁছাবেন।

ব্লিঙ্কেন বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা করবো যার মধ্যে অবশিষ্ট সব জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনাও থাকবে। 

এছাড়াও গাজায় মানবিক সহায়তা বাড়ানোর জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা এবং গাজার জন্য সংঘাত-পরবর্তী পরিকল্পনা নিয়েও আলোচনা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App