×

আন্তর্জাতিক

ন্যাটোর টহলে তুর্কি এফ-১৬ যুদ্ধবিমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০২:৫৭ পিএম

ন্যাটোর টহলে তুর্কি এফ-১৬ যুদ্ধবিমান

ন্যাটোর বর্ধিত এয়ার পুলিশিং মিশনের অংশ হিসাবে তুরস্ক এবং রোমানিয়ার এফ-১৬ যুদ্ধবিমান সামরিক জোটটির আকাশসীমার পূর্ব দিকে টহল দিচ্ছে।

চারটি তুর্কি এফ-১৬ যুদ্ধবিমান গত বছরের ডিসেম্বরে মিশনে অংশ নিতে রোমানিয়ার ফেটেস্টি বিমানঘাঁটিতে আসে। এ বছরের মার্চের শেষ পর্যন্ত এগুলো ন্যাটোর টহল দলে থাকবে। খবর আনাদোলুর।  

ন্যাটো এয়ার কমান্ড জানায়, তরস্ক তাদের রোমানিয়ার সহকর্মীদের সঙ্গে পূর্বাঞ্চলে এবং কৃষ্ণ সাগর অঞ্চলে ন্যাটোর আকাশসীমা সুরক্ষিত করার জন্য টহল দিচ্ছে।

ন্যাটোর তথ্য অনুসারে, এয়ার পুলিশিং একটি শান্তিকালীন মিশন যার লক্ষ্য জোটের আকাশসীমার নিরাপত্তা রক্ষা করা। 

এটি একটি সম্মিলিত কাজ এবং এতে ফাইটার এয়ারক্রাফট নিয়ে ক্রুরা সম্ভাব্য আকাশসীমা লঙ্ঘনের জন্য দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App