×

আন্তর্জাতিক

মিয়ানমারে শক্তিশালী আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন: জাতিসংঘ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০১:২৫ পিএম

মিয়ানমারে শক্তিশালী আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন: জাতিসংঘ

মিয়ানমারের সামরিক জান্তা বেসামরিক নাগরিকদের ওপর প্রতিনিয়ত হামলা বাড়িয়ে চলছে। এমন পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের জীবন রক্ষায় শক্তিশালী আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজন বলে জানিয়েছেন জাতিসংঘের এক বিশেষজ্ঞ।

বুধবার (২০মার্চ) মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুস মানবাধিকার কাউন্সিলে তার বক্তৃতায় এ কথা বলেন। খবর আনাদোলুর।

তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রচণ্ড চাপের মুখে থাকা মিয়ানমারের সামরিক জান্তা বেসামরিক নাগরিকদের ওপর প্রতিনিয়ত হামলা আরো বাড়িয়ে চল। যা শক্তিশালী ও সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ ছাড়া বন্ধ করা সম্ভব নয়।

অ্যান্ড্রুজ আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘হত্যা বন্ধ’র শর্ত ছাড়া অন্য কোনো শর্তে জান্তা সরকারের সঙ্গে সম্পৃক্ততা না রাখতে অনুরোধ জানান।

তিনি আরো জানান, গত পাঁচ মাসে বেসামরিক লোকদের ওপর হামলা উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। দেখা গেছে, বেসামরিক লক্ষ্যবস্তুর ওপরও বিমান হামলা পাঁচগুণ বেড়েছে।

অ্যান্ড্রুস সতর্ক করে বলেন মিয়ানমারের বিশৃঙ্খলা এই অঞ্চল ও বিশ্বে ছড়িয়ে পড়তে পারে।

তিনি জান্তার নৃশংসতার অবসান না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App