×

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় শীর্ষ ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ১২:৪৮ পিএম

ইসরায়েলি হামলায় শীর্ষ ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শীর্ষ এক ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ফায়েক আল-মাভুহ নিহত হয়েছেন। তিনি গাজার পুলিশ অপারেশনের প্রধান ছিলেন।

সোমবার (১৮ মার্চ) উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হাতে একজন সিনিয়র ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে। খবর  আনাদোলুর।

এক বিবৃতিতে মিডিয়া অফিস জানায়, গাজার পুলিশ অপারেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফায়েক আল-মাভুহ গাজা শহরের আল-শিফা হাসপাতালে ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন। আল-মাভুহ ফিলিস্তিনি উপজাতি এবং ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর সঙ্গে উত্তর গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের সমন্বয়ের দায়িত্বে ছিলেন।

বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েল যে গাজায় বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে চাইছে এবং উত্তর গাজার লক্ষাধিক ক্ষুধার্ত মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছানোর কাজে বাধা দিতে চাইছে, এই অপরাধ সেটিই সবার সামনে তুলে ধরেছে।’

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার প্রধানকে হত্যা করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা আল-শিফা হাসপাতালে হামাস নেতাদের উপস্থিতি সম্পর্কে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা, শিন বেইত এবং সামরিক গোয়েন্দাদের কাছ থেকে গোয়েন্দা তথ্য পেয়েছিল।

এর আগে সোমবার ভোরের দিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা আল-শিফা হাসপাতালে হামলা চালিয়েছে। গাজার এই হাসপাতালে হাজার হাজার অসুস্থ ও আহত রোগীর পাশাপাশি বাস্তুচ্যুত বহু মানুষ রয়েছেন।

ইসরায়েলের সরকারি সম্প্রচার প্রতিষ্ঠান কান-এর মতে, অভিযানের সময় প্রায় ৮০ ফিলিস্তিনিকে এই হাসপাতাল থেকে আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App