×

আন্তর্জাতিক

প্রথমবারের মতো গাজায় সাহায্য পাঠাল সাইপ্রাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০২:৩১ পিএম

প্রথমবারের মতো গাজায় সাহায্য পাঠাল সাইপ্রাস

প্রথমবারের মতো গাজায় খাদ্য সহায়তা পাঠিয়েছে সাইপ্রাস।

শুক্রবার (১৫মার্চ) একটি ত্রাণবাহী জাহাজে করে আসা এই সহায়তা অঞ্চলটিতে পৌঁছেছে।  খবর আল আরাবিয়ার।

মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন জানিয়েছে, তাদের দল প্রায় ২০০ টন খাবার সাইপ্রাসের পাঠানো জাহাজ থেকে নামিয়েছে। 

গত মঙ্গলবার সাইপ্রাস থেকে খাদ্য সহায়তা নিয়ে যাত্রা শুরু করেছিল এই জাহাজটি। তারা লার্নাকার সাইপ্রিয়ট বন্দরে শিম, টিনজাত মাংস, ময়দা, চাল এবং খেজুরের সরবরাহসহ আরেকটি নৌকা প্রস্তুত করছে।

তবে গাজায় সাহায্য পৌঁছানোর জন্য আরও পথ উন্মুক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা একটি ভিডিওতে গ্রুপের জুয়ান ক্যামিলো জিমেনেজ গাজায় সাহায্য পৌঁছানোর জন্য একটি মহাসড়কের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App