×

আন্তর্জাতিক

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন

অনলাইন ভোটারদের ৯০ শতাংশ ভোট দিয়েছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০৯:১৮ এএম

অনলাইন ভোটারদের ৯০ শতাংশ ভোট দিয়েছেন

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৯০ শতাংশ অনলাইন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে দেশটির নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

রাশিয়ার ২৮টি অঞ্চলের মোট ৪২ লাখ ৬৮ হাজার ২৯১ জন ভোটার অনলাইনে ভোট দেয়ার জন্য আবেদন করেছিলেন। এ সব ভোটারের মধ্যে স্থানীয় সময় রাত ৯টা ২৭ মিনিট পর্যন্ত ৯০ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। খবর তাসের।

তবে, মস্কোর বাসিন্দারা সবাই ভোটকেন্দ্রে গিয়েই ভোট দিয়েছেন, তারা কেউ অনলাইনে ভোট দেয়ার আবেদন করেননি। 

রাশিয়ার সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের ঘোষণা অনুসারে আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দিন ১৭ মার্চ হলেও দেশটির কেন্দ্রী নির্বাচন কমিশন (সিইসি) গত ১৫ তারিখ থেকে ভোটগ্রহণ শুরু করে।১৭ মার্চ ভোটগ্রহণের শেষ দিন।

এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য বর্তমান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য তিন প্রার্থী হলেন নিউ পিপল পার্টির মনোনীত প্রার্থী ভ্লাদিস্লাভ দাভানকভ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফ রাশিয়া (এলডিপিআর) মনোনীত প্রার্থী লিওনিড স্লুটস্কি এবং রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টি (সিপিআরএফ) মনোনীত নিকোলাই খারিটোনভ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App