×

আন্তর্জাতিক

শুক্রবার রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন

ফের পুতিন? না কি অন্য কেউ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৭:৪৬ পিএম

ফের পুতিন? না কি অন্য কেউ

ছবি: সংগৃহীত

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার (১৫ মার্চ)। ১৭ মার্চ পর্যন্ত তিনদিন ধরে চলবে এ ভোটগ্রহণ। কে বসছেন রাশিয়ার মসনদে? এ প্রশ্ন সারা পৃথিবীর রাজনীতি বোদ্ধাদের। তবে জরিপ অনুযায়ী জয়ের দিকে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এবারের নির্বাচনে ভোট দেবেন রাশিয়ার ১১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ। বিভিন্ন জনমত জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ নির্বাচনে আরো ৩ জন প্রেসিডেন্ট প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবে। তবে ওই প্রার্থীরা পুতিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার সম্ভাবনা নেই বললেই চলে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কমিউনিস্ট পার্টির নেতা নিকোলাই খারিটোনভ, নিউ পিপলস পার্টির নেতা ভ্লাদিস্লাভ দাভানকভ এবং লিবারেল ডেমোক্রেসি পার্টির নেতা লিওনিড স্লুটস্কি এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন। প্রার্থীদের মধ্যে কেউই যদি প্রদত্ত ভোট সংখ্যার অর্ধেকের বেশি ভোট না পান, তাহলে প্রথম নির্বাচনের ২১ দিন পর পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বাধিক ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে তখন প্রতিদ্বন্দ্বিতা হবে।

এদিকে রাশিয়ার জনমত রিসার্চ সেন্টারের জরিপের ফলাফল বলছে, ভ্লাদিমির পুতিন শতকরা ৮২ ভাগ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন। প্রেসিডেন্ট নির্বাচনে শতকরা ৭১ ভাগ ভোটার ভোট দেবে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকবেন যথাক্রমে লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফ রাশিয়ার নেতা এবং লিওনিড স্লুটস্কি। তারাও এই নির্বাচনে দেশের জনগণের ৫ শতাংশ ভোট পাবেন বলে জরিপে উঠে এসেছে।

অন্যদিকে ভোটের আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও ভাষণে রাশিয়ানদের দেশপ্রেম দেখিয়ে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন পুতিন। খবর এএফপির

পুতিন বলেন, আমি আপনাদের ভোট দিতে এবং আমাদের প্রিয় রাশিয়ার ভবিষ্যতের জন্য দেশপ্রেমিক ও নাগরিক কর্তব্য পালনের আহবান জানাই। তিনি বলেন, আজকের নির্বাচনে অংশ নেয়ার মানে আপনার দেশপ্রেমিক অনুভূতি প্রদর্শন করা।

রাশিয়ায় ১৫ থেকে ১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আবারো ছয় বছর মেয়াদের জন্যে পুতিনই ক্ষমতায় ফিরবেন বলে অনেকটাই নিশ্চিত। শতাব্দীর শুরু থেকেই তিনি রাশিয়া শাসন করে আসছেন।

উল্লেখ্য, ২০০০ সাল থেকে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন ৭১ বছর বয়সী পুতিন। নির্বাচনে তিনি ছাড়াও আর তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও তাদের কেউ-ই পুতিনের সমালোচনা করেননি। একাধিক মতামত জরিপে পুতিনকে অধিকাংশ রাশিয়ান নাগরিকের সমর্থন পেতে দেখা গেছে। এবারের নির্বাচনে যে দুই প্রার্থী ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে লড়তে চেয়েছিলেন, তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App