×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধে বিল পাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৯:৫২ পিএম

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধে বিল পাস

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি বিল পাস হয়েছে। এর মধ্য দিয়ে আমেরিকায় টিকটক অ্যাপ নিষিদ্ধ হয়ে যেতে পারে, যা বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপটির জন্য এক বড় চ্যালেঞ্জ।

বুধবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীনা প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স প্ল্যাটফর্মে তার অংশীদারিত্ব বিক্রি না করলে সব মার্কিন অ্যাপ স্টোর থেকে এটি সরানো হতে পারে। এই বিলটি এখন সিনেটে যাবে। হাউসে ৩৫২ জন ভোটারের মধ্য ৬৫ জন বাদে সবাই এই বিলের পক্ষে ভোট দিয়েছে। ৫০ জন ডেমোক্র্যাট ও ১৫ জন রিপাবলিকান বিলের বিরোধিতায় ভোট দেয়।

সিনেটে পাস হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এতে সই করবেন যাতে বিলটি আইনে পরিণত হয়।  

আরো পড়ুন: রোজা না রাখার নির্দেশ পাইলট-ক্রুদের

এর আগে এটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি উল্লেখ করে অ্যাপটিতে অ্যাকসেস সীমিত করার জন্য আমেরিকান কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে আসছিলো।

যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের দাবি, টিকটকের মালিক বাইটড্যান্সের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক রয়েছে। তবে বাইটড্যান্স এবং টিকটক এই অভিযোগ অস্বীকার করেছে।

প্রসঙ্গত, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে থাকাকালীন অ্যাপটিকে নিষিদ্ধ করার ব্যর্থ চেষ্টা করেছিলেন।

কিন্তু ট্রাম্প বাইডেনের নতুন বিলের সমালোচনা করে বলেছেন, টিকটক সীমিত করলে ফেসবুক এতে লাভবান হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App