×

আন্তর্জাতিক

পুনরায় বাইডেন-ট্রাম্পের লড়াই নিশ্চিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ১২:১৫ পিএম

পুনরায় বাইডেন-ট্রাম্পের লড়াই নিশ্চিত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে লড়াই নিশ্চিত হয়েছে। দলীয় প্রার্থিতা পেতে দুজনই গতকাল মঙ্গলবার (১২ মার্চ) প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছেন। তবে দুজনকেই আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য আপাতত আগামী গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে।

৪ বছর আগে ট্রাম্পকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন জো বাইডেন। এবারের নভেম্বরে সেই নির্বাচনেরই আবার পুনরাবৃত্তি হতে চলেছে।

জর্জিয়া থেকে ডেমোক্র্যাটদের সমর্থন লাভের মাধ্যমে ম্যাজিক ফিগারে পৌঁছেছেন জো বাইডেন। ২০২০ সালের নির্বাচনে তার জয়ের জন্য এই রাজ্যের ভোট খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছিলো।

অন্যদিকে ট্রাম্পও রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে এগিয়ে গেছে। নিশ্চিত করেছেন প্রয়োজনীয় সদস্য সংখ্যা। নিজের শক্ত কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ট্রাম্পের জন্য কাজটি মোটেও কঠিন ছিলোনা।

মনোনয়ন প্রাপ্তি নিশ্চিত হওয়ার পর বাইডেন এক বিবৃতিতে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ আমার উপরে পুনরায় আস্থা রাখায় আমি নিজেকে সম্মানিত অনুভব করছি।’ 

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,  ‘যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্র’ এখন ঝুঁকির মধ্যে রয়েছে। আর ট্রাম্প সাধারণ নির্বাচনের দিকে মনোনিবেশ করায় তা আমেরিকার জন্য আরো বেশি হুমকির সৃষ্টি করেছে। এখন আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে ভোটাররা।’

বাইডেনের সমালোচনা করে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, ‘আমাদের এখন জো বাইডেনকে হারানোর জন্য কাজ করতে হবে।’ 

আরো পড়ুন: জর্জিয়ায় প্রচারাভিযানে ট্রাম্প-বাইডেন বাকযুদ্ধ

আসন্ন নির্বাচন সম্পর্কে ট্রাম্প তার সমর্থকদের বলেন ‘এবারের নির্বাচন আপনাদের অংশ নেয়া সব নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আশা করছি আপনারে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’

উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৫ নভেম্বর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App