×

আন্তর্জাতিক

ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ বাহিনীর হামলায় নিহত ১১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ০২:৪৭ পিএম

ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ বাহিনীর হামলায় নিহত ১১

ছবি: সংগৃহীত

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হোদেইদাহ ও রাস ইসা বন্দরসহ কয়েকটি ছোট শহরে মার্কিন-ব্রিটিশ বাহিনীর বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। সোমবারের হামলায় আরো অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। ইয়েমেনের আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, ওই শহরগুলোতে অন্তত ১৭টি হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নভেম্বর থেকে লোহিত সাগর ও সংলগ্ন এলাকায় ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা শুরু করে ইয়েমেনের হুতিরা।

এক পর্যায়ে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থামাতে ইয়েমেনে হুতিদের সামরিক অবস্থানগুলোতে পাল্টা হামলা শুরু করে মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনী। কিন্তু তাদের এসব হামলা হুতিদের থামাতে ব্যর্থ হয়। হুতিরা হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকেও তাদের লক্ষ্যবস্থুতে পরিণত করে।

সম্প্রতি হুতিদের হামলায় প্রথমবারের মতো ৩জন নিহত ও একটি ব্রিটিশ জাহাজ ডুবে যায়। এর জেরে কয়েকদিনের মধ্যেই ইয়েমেনে ফের হামলা চালালো মার্কিন-ব্রিটিশ বাহিনী। সোমবার ইয়েমেনে রোজার প্রথমদিন ছিল, এরমধ্যেই হামলাগুলো চালায় মার্কিন-ব্রিটিশ বাহিনী।

লোহিত সাগর বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ। হুতিরা বুধবার এডেন বন্দরের উপকূলে বার্বাডোসের পতাকাবাহী, গ্রিসের পরিচালনাধীন ট্রু কনফিডেন্স নামের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তাদের হামলায় জাহাজটির ৩জন ক্রু নিহত ও আরও বেশ কয়েকজন আহত হন।

এর কয়েকদিন আগে হুতিদের হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত ব্রিটিশ মালবাহী জাহাজ রুবিমার সাগরে ডুবে যায়। ১৮ ফেব্রুয়ারি রুবিমার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুতিরা। এর প্রায় দুই সপ্তাহ পর সেটি ডুবে যায়।

হুতিদের হামলা এড়াতে বহু জাহাজ এখন লোহিত সাগরের জলপথ ব্যবহার বাদ দিয়েছে। তারা ইউরোপ ও এশিয়ার মধ্যে চলাচলের সংক্ষিপ্ত জলপথ এডেন উপসাগর, লোহিত সাগর ও সুয়েজ খাল এড়িয়ে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে গন্তব্যে যাচ্ছে। এতে মালামাল পরিবহনের খরচ অনেক বেড়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App