×

আন্তর্জাতিক

ফিলিস্তিনে নিহতদের অন্তত ১৩ হাজার ‘সন্ত্রাসী’ ছিলেন: নেতানিয়াহু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ০৫:১৬ পিএম

ফিলিস্তিনে নিহতদের অন্তত ১৩ হাজার ‘সন্ত্রাসী’ ছিলেন: নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু, ছবি: সংগৃহীত

গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে অন্তত ১৩ হাজার সন্ত্রাসী আছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলের আক্রমণ সম্প্রসারিত করা হামাসকে পরাজিত করতে মূল ভূমিকা রাখবে বলেও দাবি করেছেন তিনি।

হামাস তাদের নিহত যোদ্ধাদের যে সংখ্যা ইসরায়েল উপস্থাপন করেছে তা প্রত্যাখ্যান করে বলেছে, যুদ্ধ জয়ের মিথ্যা দাবি করতেই এমনটি বলছে তারা। খবর রয়টার্সের।

প্রতিবেদনটিতে বলা হয়, বিড সংবাদপত্রের দেয়া উদ্ধৃতিতে নেতানিয়াহু বলেছেন, ‘আমরা জয়ের খুব কাছে আছি। রাফায় সন্ত্রাসীদের ব্যাটেলিয়নগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর এটি মাত্র কয়েক সপ্তাহের ব্যাপার হবে।’

রাফা থেকে ব্যাপকভাবে বেসামরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা তৈরি করা ছাড়া শহরটিতে বড় ধরনের আক্রমণ শুরু না করতে নেতানিয়াহুর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার সহযোগীরা। ইসরায়েলের হামলার মুখে গাজার ২৩ লাখ বাসিন্দার অর্ধেকেরও বেশি এখন রাফায় আশ্রয় নিয়েছে।

গাজায় ইসরায়েলের অভিযান একটি ‘রেড লাইন’ হবে কি না, এমন প্রশ্নে শনিবার বাইডেন বলেছেন, ‘এটি একটি রেড লাইন, তবে আমি কখনোই ইসরায়েলকে ত্যাগ করবো না। ইসরায়েলের প্রতিরক্ষা এখনও সংকটজনক (অবস্থায় আছে) । তাই কোনো রেড লাইন হবে না, (যেখানে) আমি সব অস্ত্র দেয়া বন্ধ করে দেবো আর তাদের নিজেদের রক্ষার জন্য কোনো আয়রন ডোম থাকবে না।’

ইসরায়েলের বাহিনী রাফায় অভিযান চালাবে, এমনটি জানিয়ে নেতানিয়াহু বলেছেন, ‘আপনারা জানেন, আমার একটি রেড লাইন আছে। এই রেড লাইন কী আপনারা জানেন, সেটা হচ্ছে ৭ অক্টোবর আর হবে না, আর কখনোই হবে না।’

আরো পড়ুন: ইউক্রেনকে আয়রন ডোম দেবে ইসরাইল!

হামাসের ব্যাটেলিয়নগুলোর তিন চতুর্থাংশ ধ্বংস হয়ে গেছে আর এখন আক্রমণ থামিয়ে দিলে গোষ্ঠীটিকে শুধু পুনর্গঠনের সুযোগ দেয়া হবে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App