×

আন্তর্জাতিক

মেদভেদেভ

মানসিকভাবে অক্ষম বাইডেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ১২:১৯ পিএম

মানসিকভাবে অক্ষম বাইডেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র দিমিত্রি মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে মানসিকভাবে অক্ষম একজন পাগল মানুষ এবং যুক্তরাষ্ট্রের কলঙ্ক বলে অভিহিত করেছেন।

শুক্রবার (৮ মার্চ) এক্সে (সাবেক টুইটার) বাইডেনকে এমন কটাক্ষ করে মেদভেদেভ লেখেন, বাইডেনের অধিকার নেই ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের সঙ্গে নিজেকে তুলনা করার।

বৃহস্পতিবার (৭ মার্চ) যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের ১৯৪১ সালের এক বক্তৃতার প্রসঙ্গ টেনে বাইডেন তার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ শুরু করেন। সেই বক্তৃতায় রুজভেল্ট বলেছিলেন, সোভিয়েত ইউনিয়ন ইতিহাসের এক নজিরবিহীন মোড়ের মুখোমুখি হয়েছে।

বাইডেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘পাগলা কুত্তার বাচ্চা’ বলে মন্তব্য করার মাত্র দুই সপ্তাহ পরে বৃহস্পতিবারের এই ভাষণে বলেন, ইউক্রেইনের বিষয়ে তিনি পুতিনের জন্য একটি বার্তা দিতে চান। আর তা হল, আমরা সরে যাব না।

স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বাইডেনের এমন কথার প্রতিক্রিয়াতেই তার তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও পুতিনমিত্র দিমিত্রি মেদভেদেভ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App