×

আন্তর্জাতিক

ভারতের কাছে ক্ষমা চাইলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ১১:৪১ এএম

ভারতের কাছে ক্ষমা চাইলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

ভারতীয়েরা বয়কটের কারণে বড় ক্ষতি হয়ে গেছে মালদ্বীপের! বড়সড় বিপদের মুখে পড়েছে দ্বীপরাষ্ট্রের পর্যটন শিল্প। শুক্রবার এমনটাই দাবি করে উদ্বেগ প্রকাশ করেছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। মালদ্বীপের জনগণের হয়ে ভারতীয়দের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।

ভারত এবং মালদ্বীপের মধ্যে কূটনৈতিক টানাপড়েন অব্যাহত। তার মধ্যেই মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সরকার জানিয়ে দিয়েছে, ১০ মে-র পর উর্দিতে বা অসামরিক পোশাকে কোনো ভারতীয় বাহিনী মালদ্বীপে থাকবে না। 

মঙ্গলবার একটি জনসভায় বক্তৃতা করার সময় মুইজ্জু বলেন, ‘‘১০ মে-র পর দেশে কোনো ভারতীয় বাহিনী থাকবে না। উর্দিতেও না, উর্দি ছাড়া অসামরিক পোশাকেও নয়। ভারতীয় বাহিনী এ দেশে কোনো ভাবেই থাকবে না। আত্মবিশ্বাসের সঙ্গে বলছি।’’ এরপরেই নতুন করে মালদ্বীপ বয়কটের ডাক দিয়েছে ভারতীয়েরা। আর তা নিয়েই উদ্বেগ প্রকাশ করলেন সে দেশের সাবেক প্রেসিডেন্ট নাশিদ।

নাশিদ বলেন, ‘‘ভারতের বয়কট মালদ্বীপকে অনেক প্রভাবিত করেছে। আমি ভারতে আছি। তবে আমি মালদ্বীপ নিয়ে খুব চিন্তিত। মালদ্বীপের মানুষ ক্ষমাপ্রার্থী। আমরা দুঃখিত এমনটা ঘটেছে বলে। আমরা চাই যে, ভারতীয়েরা ছুটি কাটাতে মালদ্বীপে আসুন। আমাদের আতিথেয়তায় কোন ত্রুটি থাকবে না।’’

বিবিধ সমস্যা সমাধানে ভারতের দায়িত্বশীল ভূমিকার কথা স্বীকার করে নাশিদ এ-ও মন্তব্য করেছেন যে, ভারত সব সময়ই চাপ তৈরি করার পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী। তার কথায়, ‘মালদ্বীপের প্রেসিডেন্ট যখন ভারতীয় সেনাদের দেশ ছেড়ে চলে যেতে বলেছে, তখন ভারত শক্তি প্রদর্শন করেনি, পেশি প্রদর্শন করেনি। আলোচনা করেছে।’’

সম্প্রতি মালদ্বীপ এবং চিনের মধ্যে হওয়া প্রতিরক্ষা চুক্তির সমালোচনাও করেছেন নাশিদ। তার চোখে এটি কোনো প্রতিরক্ষা চুক্তি নয়, অস্ত্র পাওয়ার একটি পদ্ধতি। নাশিদ বলেন, ‘‘আমি মনে করি যে মুইজ্জু সরকার রাবার বুলেট এবং টিয়ার গ্যাসের মতো কিছু সরঞ্জাম কিনতে চেয়েছিল। দুর্ভাগ্যজনক যে, সরকারের আরো টিয়ার গ্যাস এবং রাবার বুলেটের প্রয়োজন রয়েছে। বন্দুকের নলের সাহায্যে শাসন করা যায় না।’

আরো পড়ুন:

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App