×

আন্তর্জাতিক

লেবানন থেকে সশস্ত্র ডাচ দলকে আটক করেছে হিজবুল্লাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ০৪:১৪ পিএম

লেবানন থেকে সশস্ত্র ডাচ দলকে আটক করেছে হিজবুল্লাহ

লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠ থেকে হল্যান্ডের একটি সশস্ত্র গোষ্ঠীকে আটক করেছে হিজবুল্লাহ।  লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা ও কমান্ডারদের হত্যা করার লক্ষ্যে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো তথ্য সংগ্রহ করছে বলে যখন খবর রয়েছে তখন ওই গোষ্ঠীর সদস্যদের আটক করা হলো।

লেবাননের আল-আখবার পত্রিকা রবিবার (৩ মার্চ) এ খবর জানিয়ে বলেছে, হিজবুল্লাহ গত বুধবার ডাচ গোষ্ঠীটির সদস্যদের আটক করেছে। ছয়-সদস্যবিশিষ্ট ওই গোষ্ঠীর কাছ থেকে সামরিক-পর্যায়ের অস্ত্রসস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে আল-আখবার জানিয়েছে, গোষ্ঠীর সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা ডাচ সশস্ত্র বাহিনীর সদস্য। লেবানন থেকে ডাচ নাগরিকদের সরিয়ে নেয়ার কাজে সহযোগিতা করার অজুহাতে তারা বৈরুতে এসেছে বলে দাবি করেছে।

কিন্তু লেবাননের সাংবাদিকরা বলেছেন, এই সশস্ত্র গোষ্ঠীটি লেবানন থেকে ডাচ নাগরিকদের সরিয়ে নেয়ার কাজে বৈরুতস্থ হল্যান্ডের দূতাবাসকে কোনো সহযোগিতা করেনি। ডাচ গোষ্ঠীর সদস্যরা তাদের দূতাবাসে না গিয়ে বৈরুতের উত্তরে অবস্থিত উপকূলীয় শহর কাসলিক থেকে তাদের কার্যক্রম শুরু করেছিল।  আটকের পরপরই তাদেরকে ছাড়িয়ে নিতে বৈরুতে নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছুটে যান।

এমন সময় এ খবর প্রকাশিত হলো যখন হিজবুল্লাহকে ধ্বংস করার লক্ষ্যে ইসরায়েলি সেনারা প্রতিদিনই লেবাননের অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর শীর্ষস্থানীয় নেতা ও কমান্ডারদের অবস্থান শনাক্ত করার জন্য ইসরায়েল লেবাননে অবস্থানরত পশ্চিমা দেশগুলোর কূটনীতিক ও নাগরিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে বলে লেবাননের গণমাধ্যমে খবর বেরিয়েছে।

গত ৮ জানুয়ারি দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর এক শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হন। এর আগে ডিসেম্বর মাসে বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন হামাসের শীর্ষস্থানীয় নেতা সালেহ আল-আরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App