×

আন্তর্জাতিক

দোনেৎস্কে ইউক্রেন ৪ শতাধিক সেনা হারিয়েছে: রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৫:০৭ পিএম

দোনেৎস্কে ইউক্রেন ৪ শতাধিক সেনা হারিয়েছে: রাশিয়া

রাশিয়ার ব্যাটলগ্রুপ সাউথের ইউনিট দোনেৎস্ক এলাকায় তাদের ফ্রন্টলাইন অবস্থার উন্নতি করেছে, যার ফলে তারা ইউক্রেনের অন্তত ৪১০ সেনাকে পরাজিত করতে পেরেছে।

দেশটির ব্যাটলগ্রুপের মুখপাত্র ভাদিম আস্তাফিয়েভ গোল্ড এ তথ্য নিশ্চিত করে জানান।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলের ক্লিশচিভকা, দিলেয়েভকা ও কুরদিউমিভকা এলাকা থেকে ইউক্রেনীয় বাহিনীকে হটাতে সক্ষম হয়েছেন রুশ সেনারা। এ ছাড়া আভদিভকা শহর ঘিরে নিজেদের সুবিধাজনক অবস্থানে নিয়েছেন তারা। চলতি মাসেই রুশ বাহিনীর হাতে পতন হয় শহরটির।

আভদিভকা শহর পতনের পর ইউক্রেনের আরো ভেতরে অভিযান চালাতে রুশ সেনাদের প্রতি নির্দেশ দেন পুতিন। বর্তমানে দেশটির পাঁচ ভাগের প্রায় এক ভাগ অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ থেকে রাশিয়ার সব সেনাকে সরিয়ে না নেয়া পর্যন্ত বিশ্রাম নেবেন না তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App