×

আন্তর্জাতিক

রমজানের আগে গাজায় যুদ্ধবিরতি আশা করছে বাইডেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ১১:৫২ এএম

রমজানের আগে গাজায় যুদ্ধবিরতি আশা করছে বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তিনি আশা করছেন মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হবে ইসরাইল-হামাস। তবে এ চুক্তিতে এখনো সিলমোহর পরেনি।

শুক্রবার (১ মার্চ) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন এ কথা বলেন।

তিনি বলেন, আমরা রমজানের আগেই যুদ্ধবিরতির চুক্তির জন্য আলোচনা করে যাচ্ছি এবং এর জন্য আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।

আরো পড়ুন: মহাকাশ নিরাপত্তায় সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমশ ঘনীভূত হতে থাকা মানবিক সংকটের মধ্যে মিসর, কাতার, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের প্রতিনিধিরা ইসরায়েল ও হামাসের মধ্যে সমঝোতার চেষ্টা করে যাচ্ছেন। চলমান যুদ্ধে সাময়িক বিরতি টানা ও গাজায় অবস্থান করা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার কৌশল খুঁজছেন তারা।

যুদ্ধবিরতির এ চুক্তিতে হামাসের হাতে বন্দী কয়েক ডজন জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলের হাতে আটক থাকা কয়েক শ ফিলিস্তিনিকেও মুক্তি দেয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে।

নিউইয়র্ক সফরকালে গতকাল বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, গাজায় এমন একটি চুক্তি কবে নাগাদ শুরু হতে পারে? জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন, আমরা খুবই কাছাকাছি পৌঁছে গেছি। আমরা কাছাকাছি রয়েছি। তবে আমরা এখনো শেষ করতে পারিনি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App