×

আন্তর্জাতিক

ইয়েমেন

গাজায় আগ্রাসন বন্ধ না হলে লোহিত সাগরে হামলা চলবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৮ পিএম

গাজায় আগ্রাসন বন্ধ না হলে লোহিত সাগরে হামলা চলবে

অবরুদ্ধ গাজ উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে গত নভেম্বর মাস থেকে দেশটির মালিকানাধীন এবং ওই দেশের দিকে যাওয়া বাণিজ্যিক জাহাজে হামলা করে আসছে হুথি বিদ্রোহীদের সমর্থিত ইয়েমেন। 

ইয়েমেনকে রুখতে গত মাসে ব্রিটিশ-মার্কিন যৌথবাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা শুরু করার পর থেকে পশ্চিমা দেশগুলোর জাহাজগুলোতেও হামলা শুরু করে হুথিরা।

গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হলে লোহিত সাগরে তাদের হামলা বন্ধ হবে কিনা হুথিদের কাছে মঙ্গলবার জানতে চাইলে তারা বলেন, গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করে সেখানে অবাধে মানবিক ত্রাণ পৌঁছাতে দিলে আমরা হামলা বন্ধ করার বিষয়টি বিবেচনা করব।

আরো পড়ুন: ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন : ওআইসি

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি গণহত্যা অভিযানে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি নিহত এবং ৭০ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।

হুথিরা বিষয়টি স্পষ্ট করে দিয়েছে করে বলেছে, গাজা গণহত্যায় ইসরাইলের পক্ষ অবলম্বন করেনি- এমন কোনো দেশের জাহাজে তারা হামলা চালাবে না। কিন্তু তারপরও বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান লোহিত সাগর দিয়ে তাদের জাহাজ চালানো পুরোপুরি বন্ধ রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App