×

আন্তর্জাতিক

সৌদি যুবরাজের সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৮ এএম

সৌদি যুবরাজের সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার সৌদি আরবে পৌঁছেছেন এবং দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় ইউক্রেনের সার্বিক অবস্থা সৌদি যুবরাজের কাছে তুলে ধরেন জেলেনস্কি। খবর: আরব নিউজের।

দুই নেতার আলোচনায় ইউক্রেনের স্বাধীনতার প্রতি আবারো নিজের সমর্থনের কথা ব্যক্ত করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত এ যুদ্ধ বন্ধ হবে এবং সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে। 

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা একটি স্ট্যাটাসে জেলেনস্কি জানান, সৌদি যুবরাজের সঙ্গে বন্দিবিনিময় নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, সৌদি আরব সব সময়ই ইউক্রেনের জনগণের মঙ্গল কামনা করে এবং আমাদের পাশে আছে।সৌদি যুবরাজের সঙ্গে তার বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেও তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন।

ইউক্রেন থেকে ২০২২ সালের সেপ্টেম্বরে আটক ১০ বিদেশি যুদ্ধাকে ছাড়াতে মধ্যস্থতা করেছিল সৌদি আরব। মূলত তখনই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দিবিনিময় চুক্তি হয়।

জেলেনস্কি আরো বলেন, যুদ্ধ পরবর্তী দেশের অবকাঠামো সংস্কার কাজের জন্যও আমি সৌদি আরবের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App