×

আন্তর্জাতিক

ট্রাম্প রাশিয়ার পক্ষ নিতে পারেন, কপালে ভাঁজ জেলেনস্কির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩২ পিএম

ট্রাম্প রাশিয়ার পক্ষ নিতে পারেন, কপালে ভাঁজ জেলেনস্কির

ছবি: সংগৃহীত

গত দুই বছরের বেশি সময় ধরে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর অস্ত্র সাহায্য নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে ইউক্রেন। কিন্তু চলতি বছর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে আমেরিকার সাহায্য থেমে যেতে পারে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আতঙ্কিত হয়ে পড়েছেন।

এ কারণে তিনি বলেছেন, ট্রাম্প কীভাবে পুতিনের পক্ষ নিতে পারেন, তা তিনি বুঝে উঠতে পারেন না। তিনি বলেন, এটা অবিশ্বাস্য। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প পুতিনকে জানেন না। তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঠিকই। কিন্তু তিনি কখনো পুতিনের সঙ্গে লড়াই করেননি।

আরো পড়ুন: গাজায় যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেন বাইডেন

সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি আরো বলেন, পুতিন যে কখনো থামবেন না, সেটি ট্রাম্প বোঝেন বলে আমি মনে করি না। 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ শুরুর দুই বছরের মাথায় এসে এ যুদ্ধে তার দেশের নিহত সেনাদের পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে দুই বছরের যুদ্ধে ৩০ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধে ইউক্রেনের ৩০ হাজার সেনা প্রাণ হারিয়েছেন। সংখ্যাটা ৩ লাখ বা দেড় লাখ নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ নিয়ে মিথ্যাচার করছেন। যাই হোক, আমাদের জন্য এটা অনেক বড় ক্ষতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App