×

আন্তর্জাতিক

আবারো ইসরায়েলের সামরিক স্থাপনায় হিজবুল্লাহর হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৬ পিএম

আবারো ইসরায়েলের সামরিক স্থাপনায় হিজবুল্লাহর হামলা

ছবি: সংগৃহীত

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সমর্থন জানিয়ে দখলদার বাহিনীর ওপর তারা এই হামলা চালায়। 

হিজবুল্লাহ যোদ্ধারা রবিবার লেবানন সীমান্তের কাছে আল-মালিকিয়া এলাকার দুটি ভবনে জড়ো হওয়া ইসরায়েলের সেনাদের ওপর হামলা চালায়। খবর আল-মায়াদিন টিভির।

প্রতিবেদনটিতে বলা হয়, তারা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে যা সরাসরি ইসরায়েলি সেনাদের ওপর আঘাত হানে। লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মায়াদিন বলছে, ইসরায়েলের রামিম ব্যারাকের কাছে জড়ো হওয়া সেনাদের ওপর হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং তা সরাসরি সেনাদের ওপর আঘাত হেনেছে। এছাড়া, হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের দখলকৃত শেবা ফার্ম এলাকায় অবস্থিত ইসরায়েলের জিবদিন ব্যারাকে ফালাক-ওয়ান ক্ষেপণাস্ত্রের হামলা চালায়।

ইসরায়েল দাবি করে, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় আল-কুসাইর শহরে ইসরায়েলের একটি ড্রোন থেকে হামলা চালানো হয়েছে এবং এতে হিজবুল্লাহর ২ যোদ্ধা প্রাণ হারিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App