×

আন্তর্জাতিক

মস্কো সফরে গেলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৩ এএম

মস্কো সফরে গেলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের প্রধান আহমেদ আওয়াদ বিন মুবারক সরকারি সফরে মস্কোতে গেছেন। এই সফরে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, উপ-প্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভারচুক, স্টেট ডুমা বা পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিন এবং ফেডারেশন কাউন্সিলের উচ্চকক্ষের স্পিকারের সঙ্গে দেখা করবেন বরে জানা গেছে। এছাড়া রাশিয়ার সংসদ সদস্য ভ্যালেন্টিনা মাতভিয়েনকোর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। 

আহমেদ আওয়াদ বিন মুবারক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করলেও চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তাকে ইয়েমেনের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। নতুন দায়িত্ব গ্রহণ করার পরে এটিও তার প্রথম কোন বিদেশ সফর। ইয়েমেনের বার্তা সংস্থা সাবাহর বরাতে এ খবর জানিয়েছে তাস। 

প্রতিবেদনটিতে বলা হয়, মস্কোতে সফরকালে ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারক দ্বিপাক্ষিক সম্পর্ক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আঞ্চলিক এজেন্ডার বিভিন্ন দিক নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 

এছাড়া তিনি ইয়েমেনের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার ভূমিকা শীর্ষক একটি অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App