×

আন্তর্জাতিক

সাংবাদিক ইলিয়াসকে খুঁজছে নিউইয়র্ক পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১১ এএম

সাংবাদিক ইলিয়াসকে খুঁজছে নিউইয়র্ক পুলিশ

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে ধরিয়ে দিতে তার বাড়ির দরজা ও শহরের বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়েছে নিউইয়র্ক পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, অনলাইন অ্যাক্টিভিস্ট মিল্টন জ্যাকব ও প্রিমা রব্বানীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আপলোড করেন ইলিয়াস হোসেন। পরে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। ভিডিওটি মানহানিকর ও ভিত্তিহীন বলে দাবি করে কুইন্স কাউন্টির ক্রিমিনাল আদালতে মামলা করেন মিল্টন-প্রিমা। এই মামলায় গত ১ ফেব্রুয়ারি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে সাংবাদিক ইলিয়াসকে আটক করা হয়। তবে আটকের ৬ ঘণ্টা পর তাকে ছেড়ে দেয়া হয়েছে। 

ঘটনার পর ১৭ জানুয়ারি ইলিয়াসের সশরীরে আদালতে হাজিরা দেয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। ফলে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে হুলিয়া (পলাতক আসামিকে হাজিরের নোটিশ) জারি করেছে নিউইয়র্ক পুলিশ।

এদিকে চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় মিথ্যা তথ্য সরবরাহ ও প্রচারের অভিযোগে বাংলাদেশের আদালতে ইলিয়াসের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের দায়ের করা মামলায় সাংবাদিক ইলিয়াসকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির প্রকাশের মাধ্যমে নির্দেশ প্রদান করা হয়েছে। দিয়েছিলেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। পরে গত ১৮ জানুয়ারি ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত তার বিরুদ্ধে চার্জ গঠন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App