×

আন্তর্জাতিক

রবিবার মুক্তি পাচ্ছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৭ পিএম

রবিবার মুক্তি পাচ্ছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, দেশটির সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা রবিবার মুক্তি পেতে যাচ্ছেন। দীর্ঘ ১৫ বছর ধরে স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফিরে আসার মাত্র ছয় মাস পর তিনি মুক্তি পাচ্ছেন। খবর: এএফপি’র।

খবরে বলা হয়, বিতর্কিত এ ধনকুবের আগস্টে থাইল্যান্ডে ফিরে আসার পর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে আট বছরের কারাদন্ডে দন্ডিত হন। তবে এ রায় ঘোষণার কয়েকদিনের মধ্যেই রাজা মাহা ভাজিরালংকর্ন তার সাজা এক বছর কমিয়ে দেন। 

থাকসিন দুইবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতা হারান।

শনিবার একটি ফ্লাইটে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন বলেন, থাকসিনকে ‘১৮ তারিখে’ মুক্তি দেওয়া হবে এবং ‘আইন অনুযায়ীই’ তা করা হবে। এ সপ্তাহের গোড়ার দিকে বিচার মন্ত্রী তাউই বলেছিলেন যে ৭৪ বছর বয়সী থাকসিন ৯৩০ জন বন্দীর মধ্যে থাকবেন যাদের আগাম মুক্তি মঞ্জুর করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘বন্দীরদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তিনি সেই গ্রুপে রয়েছেন বা ৭০ বছরের বেশি বয়সী।’

থাই গণমাধ্যমের খবরে বলা হয়, থাকসিনকে খুব ভোরে ছেড়ে দেয়া হতে পারে। তবে স্রেথা থাভিসিন বলেছেন, এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানেন না। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App