×

আন্তর্জাতিক

সমালোচনার মুখে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিল আয়কর দপ্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩০ পিএম

সমালোচনার মুখে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিল আয়কর দপ্তর

লোকসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে কংগ্রেস, যুব কংগ্রেসের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে আয়কর দপ্তর। দলের মুখপাত্র অজয় মাকেন একথা জানিয়েছেন। এই ঘটনাকে “গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর সাংঘাতিক আঘাত” বলে বর্ণনা করেছেন তিনি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) কংগ্রেসের চারটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে আয়কর দপ্তর। এর পর থেকে দেশজুড়ে আয়কর দপ্তরের ভূমিকা নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। এবার চাপে মুখে পড়ে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটল কেন্দ্রের আয়কর দপ্তর। কংগ্রেসের চারটি ব্যাংক অ্যাকাউন্টই স্বাভাবিক করল তারা।

উল্লেখ্য, শুক্রবার কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে সরব হন দলের কোষাধ্যক্ষ অজয় মাকেন। তার দাবি, যুব কংগ্রেসের যাবতীয় অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। শুধু ফ্রিজ করাই নয়, দলের ২১০ কোটি টাকার কর বকেয়া রয়েছে বলেও জানিয়েছে আয়কর বিভাগ।

রাজনৈতিক মহলের দাবি, লোকসভার আগে কংগ্রেসকে স্তব্ধ করার পরিকল্পনা করছে বিজেপি। রাজনৈতিক ভাবে না পেরে, অন্যভাবে পথ অবলম্বন করছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App