×

আন্তর্জাতিক

আভদেয়েভকায় আত্মসমর্পণের কথা স্বীকার করেছে ইউক্রেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১০ পিএম

আভদেয়েভকায় আত্মসমর্পণের কথা স্বীকার করেছে ইউক্রেন

ইউক্রেনের আভদেয়েভকা এলাকায় ইউক্রেনের সেনার রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছে। খবরটি নিশ্চিত করেছেন শহরটির নিরাপত্তার দায়িত্বে থাকা গ্রুপটির কমান্ডার আলেকজান্ডার টারনাভস্কি। তিনি একটি টেলিগ্রাম চ্যানেলকে সাক্ষাতকারে এ কথা নিশ্চিত করেন। 

তিনি বলেন, ইউক্রেনীয় সেনারা রাশিয়ার আক্রমণের মুখে তাদের অবস্থান থেকে কৌশলে চলে যাচ্ছে। অভিযানে সেনারা তাদের জায়গা পরিবর্তনের সময় দুর্ভাগ্যবশত রাশিয়ার হাতে গ্রেফতার হয়েছে। খবর তাসের।

তিনি ইউক্রেনীয় সৈন্যদের জন্য নতুন অবস্থান তৈরি করা হয়েছে বলে অভিমত দেন। আরো বলেন, আভদেবকা পরিস্থিতি কঠিন ও  নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা আভদেয়েভকার পরিস্থিতিকে সংকটজনক বলে অভিহিত করছেন, এটিকে আর্টিওমভস্কের (বাখমুত) সাথে তুলনা করছেন যেখানে ইউক্রেনীয় বাহিনী শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখতে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।

এই সপ্তাহের শুরুতে, ১১০তম ব্রিগেডের প্রতিনিধি, আভদেয়েভকা স্বীকার করেন যে, ‘এখানকার নিয়ন্ত্রণ ধরে রাখা এই ইউনিটের জন্য অসম্ভব হয়ে পড়েছে। তৃতীয় অ্যাসল্ট ব্রিগেডকে তাদের শক্তিবৃদ্ধি করে আভদেয়েভকাতে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও ফ্রন্টলাইনের এ অংশে পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে।’

২০২৩ সালের ডিসেম্বরে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর তৎকালীন কমান্ডার ভ্যালেরি জালুঝনি বলেছিলেন, ‘ইউক্রেনীয় সেনাবাহিনী দুই-তিন মাসের মধ্যে অবদেয়েভকা এলাকার নিয়ন্ত্রণ হারাতে চলেছে।’

ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ আলেকজান্ডার সিরস্কি শনিবার গণমাধ্যমকে বলেন,  ‘আভদেয়েভকা শহর থেকে ইউক্রেনের সামরিক ইউনিটকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। আভদেয়েভকার আশেপাশের অপারেশনাল পরিস্থিতির উপর ভিত্তি করে সেনাদের জীবন ও স্বাস্থ্য রক্ষায় আমাদের ইউনিটগুলোকে শহর থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App