×

আন্তর্জাতিক

রাফায় যুদ্ধবিরতির আহ্বান​​​​​​​ কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৭ পিএম

রাফায় যুদ্ধবিরতির আহ্বান​​​​​​​ কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের

অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরাইলের হামলার পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা। তারা যৌথ বিবৃতিতে বলেছেন, রাফা শহরে যদি ইসরাইলি বাহিনী সামরিক হামলা চালায় তাহলে সেখানে ভয়াবহ এক মানবিক বিপর্যয় ঘটবে। এ বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

তিন প্রধানমন্ত্রী বলেছেন, মিত্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শোনা উচিত ইসরাইলের। হামাসকে পরাজিত করার জন্য তারা যে হামলা চালাচ্ছে তার মূল্য যেন গাজার সাধারণ মানুষকে দিতে না হয়- তা নিশ্চিত করতে হবে। খবর পার্স টুডের।

গাজার প্রতিরোধকামী যোদ্ধাদের সঙ্গে ইসরাইলের যুদ্ধ শুরুর পর প্রথমে উত্তর গাজায় আগ্রাসন চালায় ইসরাইলি সেনারা। সেসময় উত্তর গাজার লোকজনকে দক্ষিণ গাজায় সরে যাবার কথা বলে ইসরাইল। পরে দক্ষিণ গাজায় আগ্রাসন চালালে অসহায় ফিলিস্তিনিরা রাফাহ শহরে আশ্রয় নেন। তবে ইসরাইল এখন সেখানে আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছে। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। তবে কোনো কথা কানে তুলছে না ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

৭ই অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় কমপক্ষে ২৮ হাজার ৫৭৬ জন মানুষকে হত্যা করেছে ইসরাইল। আহত হয়েছেন কমপক্ষে ৬৮ হাজার ২৯৭ জন। মুসলিম বিশ্ব এবং বিশ্ববাসীর চোখের সামনে যা ইচ্ছে তাই করে যাচ্ছে ইসরাইল। তারা নগ্নভাবে মারণাস্ত্র ব্যবহার করছে সাধারণ গাজাবাসীর ওপর। বিশ্ববাসী শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। বড় বড় নেতারা শুধু বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করছেন। তবে ইসরাইলের উন্মত্ততা কিছুতেই কমছে না। উল্টো তারা দম্ভ দেখিয়ে হামলা চালিয়ে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App