×

আন্তর্জাতিক

গাজায় নিহতদের মধ্যে নিরীহ ফিলিস্তিনির সংখ্যাই বেশি: বাইডেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৮ পিএম

গাজায় নিহতদের মধ্যে নিরীহ ফিলিস্তিনির সংখ্যাই বেশি: বাইডেন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্যে অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। টানা ৪ মাসের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার এই হামলায় ভূখণ্ডটিতে ইতিমধ্যেই ২৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে অধিকাংশই নারী, শিশু ও নিরীহ বেসামরিক ফিলিস্তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গাজায় নিহতদের মধ্যে ফিলিস্তিনি নিরীহ বেসামরিক  নাগরিকের সংখ্যা অনেক বেশি।’ খবর আনাদোলুর।

প্রতিবেদনটিতে বলা হয়, গাজায় নিহতদের মধ্যে নিরীহ বেসামরিক ফিলিস্তিনির সংখ্যাই বেশি বলে মন্তব্য করেছন বাইডেন। তার এ মন্তব্য রাফায় ইসরায়েলের সামরিক অভিযানকে চাপে ফেলবে।

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘এই সংঘাতে নিহত ২৭ হাজার ফিলিস্তিনির মধ্যে অনেক নিরপরাধ বেসামরিক নাগরিক রয়েছেন, যাদের মধ্যে কয়েক হাজার শিশুও রয়েছে।’

তিনি আরো বলেন, লাখ লাখ মানুষ গাজায় খাদ্য, পানীয় বা অন্যান্য মৌলিক প্রয়োজনগুলো পূরণ করতে পারছে না। গাজার অনেকই তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন এবং মানবেতর জীবনযাপন করছেন।

বাইডেন বলেন, ‘গাজায় হারিয়ে যাওয়া প্রতিটি নিরপরাধ জীবন এক একটি ট্র্যাজেডি। ইসরায়েলে হারিয়ে যাওয়া প্রতিটি নিরপরাধ জীবনও এক একটি ট্র্যাজেডি। ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের যারা নিহত হয়েছেন, আমরা তাদের উভয়ের জন্য এবং শোকার্ত পরিবারের সবার জন্য আমরা প্রার্থনা করি। ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির বিষয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। এই চুক্তি ‘অন্তত ছয় সপ্তাহ সময়ের জন্য গাজায় টেকসই ও সবার জন্য ভালো সময় নিয়ে আসবে। পরে এটি হয়তো আমরা আরও কিছু সময় স্থায়ী করতে পারি।’

বাইডেন বলেন, ‘আমরা যুদ্ধের শুরু থেকেই নিজেদের অবস্থানে স্পষ্ট ছিলাম। আমরা গাজা থেকে ফিলিস্তিনিদের যে কোনো জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরোধিতা করি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App