×

আন্তর্জাতিক

ফ্রান্সে বোরকা পড়ায় ৬৭ ছাত্রীকে ফিরিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৭ এএম

ফ্রান্সে বোরকা পড়ায় ৬৭ ছাত্রীকে ফিরিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ

গত সপ্তাহে স্কুলে বোরকা পরে যাওয়া নিষিদ্ধ করেছিল ফ্রান্স সরকার। তবে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন সোমবার মুসলমান অনেক শিক্ষার্থী বোরকা পরে স্কুলে গিয়েছিলো। তাদের ৬৭ জনকে স্কুল থেকে ফেরত পাঠানো হয়েছে বলে ফ্রান্সের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

নিষেধাজ্ঞার পরেও যেসব শিক্ষার্থীরা আবায়া বা বোরকা পরে উপস্থিত হয়েছিল, তাদের বেশিরভাগের বয়স ১৫ বছর কিংবা তার চেয়েও বেশি। ধর্মীয় পোশাক ছাড়তে রাজি না হওয়ায় তাদের পরিবারের সঙ্গে এবার কথা বলবে কর্তৃপক্ষ। সে আলোচনা ব্যর্থ হলে তাদের স্কুল থেকেই বাদ দেয়া হবে।

কয়েক মাস বিতর্কের পর অগাস্টের শেষ দিকে ফ্রান্সের শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, ৪ সেপ্টেম্বর নতুন শিক্ষাবছরের শুরু থেকে সরকারি স্কুলগুলোতে মুসলমান শিক্ষার্থীরা ঢিলেঢালা এবং পুরো শরীর ঢাকা ধর্মীয় পোশাক পরতে পারবে না। ফ্রান্সে রাষ্ট্র-পরিচালিত স্কুল এবং সরকারি ভবনগুলোয় ধর্মীয় চিহ্ন ব্যবহারের উপর কঠোর নিষেধাজ্ঞা আছে। এমন চিহ্ন ধর্মনিরপেক্ষ আইনের লঙ্ঘন বলে যুক্তি দেখানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App