×

আন্তর্জাতিক

গাজায় জাতিসংঘ সদর দপ্তরের নিচে হামাসের কমান্ড টানেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০২ পিএম

গাজায় জাতিসংঘ সদর দপ্তরের নিচে হামাসের কমান্ড টানেল

গাজায় নতুন করে হামাসের একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। যেটি কয়েশ মিটার দীর্ঘ এবং সেটির কিছু অংশ গাজায় অবস্থিত জাতিসংঘের ফিলিস্তিন ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-র সদরদপ্তরের নিচে দিয়ে গেছে বলেও দাবি তাদের।

ইসরায়েল দীর্ঘদিন ধরে ইউএনআরডব্লিউএ-র বিরুদ্ধে হামাসকে সহযোগিতা করার অভিযোগ করে আসছিল। নতুন আবিষ্কার হওয়া সুড়ঙ্গটিকে তারা তাদের সেই দাবির পক্ষে প্রমাণ বলছে।

এর আগে, ইসরায়েল ইউএনআরডব্লিউএ- এর কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে গতবছর ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলায় জড়িত থাকার অভিযোগ করে। ইসরায়েলের ওই অভিযোগের পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও কানাডা ইউএনআরডব্লিউ সংস্থায় তহবিল বন্ধের ঘোষণা দেয়। তখন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তাদের তহবিল বন্ধ না করার অনুরোধ করে বলেছিলেন, সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত যে কোনো জাতিসংঘ কর্মীকে এর জন্য দায়ী করে তার বিচার অবশ্যই করার হবে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েল ইউএনআরডব্লিউএ- এর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে সে সময় অভিযোগ করেছিল । প্রায় ১৩ হাজার কর্মীর সাহায্যে গাজায় প্রাণরক্ষাকারী ত্রাণ বিতরণ করে যাচ্ছে ইউএনআরডব্লিউএ।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, নতুন করে খুঁজে পাওয়া সুড়ঙ্গটি প্রায় ৭০০ মিটার দীর্ঘ এবং ১৮ মিটার গভীর। সুড়ঙ্গের ভেতর অফিসের মত একটি জায়গা রয়েছে। যেখানে স্টিলের একাধিক আলমারি আছে, যেগুলো খোলা এবং খালি। এছাড়া, টাইল করা একটি শৌচাগারও রয়েছে। বড় একটি চেম্বারে কম্পিউটারের সার্ভার রাখা, আরেকটিতে বড় বড় ব্যাটারি রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর লেফটেনেন্ট কর্নেল আইডো বলেন, এখান (সুড়ঙ্গ) থেকেই সবকিছু পরিচালিত হয়। সুড়ঙ্গের জন্য সমস্ত শক্তি, এখান দিয়ে হেঁটে যেতে যেতে আপনি যা কিছু দেখছেন তার সবই এখান থেকে চালিত হয়। এটি গোয়েন্দা সংস্থার কেন্দ্রীয় কমান্ডগুলির মধ্যে একটি। এই স্থানটি হামাসের গোয়েন্দা ইউনিটগুলির মধ্যে একটি, যেখান থেকে তারা বেশিরভাগ যুদ্ধের নেতৃত্ব দিয়েছে।

ইসরায়েলি অগ্রগতির মুখে হামাস সুড়ঙ্গটি থেকে সরে গেছে বলে ধারণা প্রকাশ করেন এই কর্মকর্তা। বলেন, তারা যোগাযোগের তারগুলি কেটে ফেলেছে, যা মাটির উপরিভাগের দিকে উঠে গেছে। তিনি দেখান, সুড়ঙ্গটি ইউএনআরডব্লিউএ সদর দপ্তরের বেসমেন্টের মেঝে নিচ দিয়ে চলে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App