×

আন্তর্জাতিক

ন্যাটোভুক্ত দেশে হামলা চালাবে রাশিয়া!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৯ পিএম

ন্যাটোভুক্ত দেশে হামলা চালাবে রাশিয়া!

ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে রাশিয়া একটি ন্যাটোভুক্ত দেশের ওপর হামলা চালাতে পারে।

প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পলসেন ডেনমার্কের একটি সংবাদপত্র জিল্যান্ডস-পোস্টেনকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘রাশিয়ার সামরিক সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ কথা উড়িয়ে দেয়া যায় না যে. তিন থেকে পাঁচ বছরের মধ্যে রাশিয়া আর্টিকেল-৫ এবং ন্যাটোর সংহতি পরীক্ষা করবে। ২০২৩ সাল পর্যন্ত এটি ন্যাটোর চিন্তার বিষয় ছিল না, তবে এখন পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে।’

আরো পড়ুন: ট্রাম্প নির্বাচিত হলে ন্যাটোর অস্তিত্ব থাকবে না: জার্মানি

ডেনিশ প্রতিরক্ষামন্ত্রী আরো বলেনে, ‘রাশিয়ার হামলা করার ইচ্ছা আছে। এমনকি তারা সামরিক সক্ষমতার দিক থেকেও আমাদের ধারণার চেয়ে দ্রুত সক্ষম হতে পারে।’

প্রসঙ্গত, গত ডিসেম্বরে ডেনমার্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। যেখানে ডেনমার্কের মাটিতে মার্কিন সেনা এবং সামরিক সরঞ্জাম রাখার চুক্তি হয়। একই মাসে আবার যুক্তরাষ্ট্র ১০ বছরে মেয়াদে ফিনল্যান্ড এবং সুইডেনের সঙ্গেও একই ধরনের চুক্তি স্বাক্ষর করেছে।

গত বছরের মার্চে, ডেনমার্ক ইউক্রেনে সামরিক, বেসামরিক এবং ব্যবসায়িক সহায়তার জন্য ১ বিলিয়ন ডলার তহবিল গঠন করেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App