×

আন্তর্জাতিক

ইরাকের ভূখণ্ডে মার্কিন হামলার নিন্দা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৫ পিএম

ইরাকের ভূখণ্ডে মার্কিন হামলার নিন্দা

ইরাকি ভূখণ্ডে তৎপর আইএস ও সন্ত্রাসবিরোধী সংগঠনগুলোর অবস্থানে মার্কিন বিমান হামলার কঠোর নিন্দা করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরাকি উপ-স্থায়ী প্রতিনিধি আব্বাস কাধোম ওবায়েদ আল-ফাতলাউয়ি। 

একইসঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে সংকটের বিস্তার ঘটার বিষয়ে হুশিয়ারি উচ্চারণ করেছেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সোমবার বিকেলে জরুরি অধিবেশনে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যত সংকট চলছে তার প্রত্যেকটি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। 

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি মাথায় রেখে সংকট বিস্তারের বিরুদ্ধে ইরাক আগেই সতর্ক করেছে এবং আঞ্চলিক বিষয়ে যথেষ্ট ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করছে।

ইরাকের এ কূটনীতিক বলেন, কয়েকটি মিত্র দেশ যে বাহুল্য এবং অযৌক্তিক অজুহাত তুলে ইরাকের সার্বভৌমত্ব লংঘন করে যে হামলা চালিয়েছে তা গ্রহণযোগ্য নয়, বাগদাদ সরকার এর নিন্দা করছে। তিনি বলেন, হামলার বিষয়ে যে অজুহাত দেখানো হচ্ছে বাগদাদ সরকার তা সুনির্দিষ্টভাবে প্রত্যাখ্যান করছে।

আব্বাস কাধোম বলেন, আমাদের সামরিক ঘাঁটিগুলোর ওপর যেকোনো ধরনের হামলাকে আমরা প্রত্যাখ্যান করি যা আমাদের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার মারাত্মক লঙ্ঘন। সব দেশের ভৌগোলিক অখণ্ডতা এই নিরাপত্তা পরিষদের রক্ষা করতে হবে।

ওই অধিবেশনে সিরিয়ার রাষ্ট্রদূত কুসাই আল-দাহাক বলেন, এই অঞ্চলে সংঘাত, দুর্ভোগ ও অস্থিতিশীলতার মূল কারণ হলো আমেরিকার ভুল এবং ধ্বংসাত্মক নীতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App