×

আন্তর্জাতিক

‘গরু মারায় বাঘেরও সাজা হোক’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০১ এএম

‘গরু মারায় বাঘেরও সাজা হোক’

গরুর মাংস খাওয়ার জন্য মানুষের সাজা হলে বাঘের কেন হবে না? মঙ্গলবার গোয়া বিধানসভায় এই প্রশ্ন তুললেন সে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তথা এনসিপি বিধায়ক চার্চিল অ্যালেমাও।

সম্প্রতি গোয়ার মহাদয়ী বনে এক বাঘিনি এবং তার তিন শাবককে খুন করেছিল স্থানীয় পাঁচ ব্যক্তি। বিজেপি শাসিত গোয়ায় জাতীয় পশুর প্রাণসংশয়ের এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিধানসভায় আলোচনার দাবি জানান বিরোধী দলনেতা তথা আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামথ। খবর আনন্দবাজারের।

সে সময়ই চার্চিল হঠাৎ বলেন, ‘‘মানুষ গরু খেলে তার শাস্তি হয়। বাঘ যদি গরু খায়, তার শাস্তি কী? বন্যপ্রাণ সংরক্ষণের দৃষ্টিভঙ্গি থেকে বাঘ গুরুত্বপূর্ণ। গরুও কিন্তু গুরুত্বপূর্ণ।’’ মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি উপেক্ষা করা যায় না বলেও দাবি করেন তিনি। 

প্রসঙ্গত, ভারতের বেশ কয়েকটি রাজ্যেই গরু হত্যা এবং গরুর মাংস খাওয়া শাস্তিযোগ্য অপরাধ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App