×

আন্তর্জাতিক

বিতর্কের মুখে খেতাব ছাড়লেন ‘মিস জাপান’ জয়ী তরুণী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৩ পিএম

বিতর্কের মুখে খেতাব ছাড়লেন ‘মিস জাপান’ জয়ী তরুণী

জাপানের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা ‘মিস জাপান ২০২৪’-এর বিজয়ীকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ বছর প্রতিযোগিতার মুকুট জিতে নিয়েছেন ক্যারোলিনা সিনো নামের ২৬ বছর বয়সি এক তরুণী। ইউক্রেনে জন্ম হওয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অনেকে বলছেন, জাপানের সঙ্গে যার কোনো ‘অতীত সম্পর্ক’ নেই তিনি কী করে দেশটির সেরা সুন্দরী হন। এরই জেরে এবার নিজের খেতাব ছেড়ে দিলেন এই তরুনী।

ক্যারোলিনা সিনোর বয়স যখন মাত্র পাঁচ বছর ছিল তখন তিনি তার মায়ের সঙ্গে জাপানে আসেন। ঐ সময় তার মা এক জাপানি ব্যক্তিকে বিয়ে করেন। এরপর মায়ের সঙ্গেই জাপানে থাকা শুরু করেন ক্যারোলিনা। ১৮ বছর বয়স হওয়ার পর তিনি জাপানের নাগরিকত্ব পান। যেহেতু জাপানের সঙ্গে তার রক্তের কোনো সম্পর্ক নেই; ফলে তার চেহারার অবয়বের সঙ্গেও জাপানের কোনো মিল নেই। খবর বিবিসির।

গত সোমবার মিস জাপানের মুকুট জেতার পর এ বিষয়টি নিয়ে কথা বলেন ক্যারোলিনা। তিনি বলেন, ‘আমি ভাষায় ও মনে জাপানিজ। আমি এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে চাই যেখানে মানুষকে তাদের চেহারা নিয়ে বিচার করা হবে না। আমার চেহারাগত বাধা রয়েছে; যেটির কারণে আমাকে জাপানিজ হিসেবে মানা হয় না। ফলে এই প্রতিযোগিতায় একজন জাপানিজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমি সবার প্রতি কৃতজ্ঞ।’

তার এমন আর্জির পরও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েক জন বিরূপ মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘মিস জাপান বিজয়ীকে নিয়ে বেশির ভাগ জাপানিজই খুশি নয়।’ আরেক জন লিখেছেন, ‘যখন ইউরোপিয়ানদের মতো দেখতে কাউকে জাপানের সেরা সুন্দরীর খেতাব দেয়া হয়; তখন এটি নিয়ে জাপানিজরাই বিভ্রান্তিতে পড়বে।’

অন্য একজন লিখেছেন, ‘যদি এই তরুণীর জন্ম রাশিয়ায় হতো তাহলে সে কোনোদিনই সেরা সুন্দরীর খেতাব জিতত না। সবকিছুতে এখন রাজনীতি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App