×

আন্তর্জাতিক

চিলিতে ভয়াবহ দাবানলে ১০ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৭ পিএম

চিলিতে ভয়াবহ দাবানলে ১০ জনের মৃত্যু

ভয়াবহ দাবানলে চিলির উপকূলীয় শহর ভালপারাইসো এবং ভিনা দেল মার শহর পুড়ে ছাই হয়ে গেছে। দাবানলের কারণে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। 

এমন পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। খবর তাসের।

দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যেই দেশটির সকল দমকলকর্মী নিয়োজিত রয়েছে।

আরো পড়ুন: লোহিত সাগরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন জাহাজে আগুন

দাবানলে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় দেশটিতে একের পর এক আন্তর্জাতিক সাহায্য পৌঁছাচ্ছে। সাম্প্রতিক সময়ে এমন ভয়াবহ দাবানল কেউ দেখেনি। আগুন নেভাতে কয়েক টন পানি বহনে সক্ষম সুপার ট্যাংকার বিমান পাঠিয়েছে রাশিয়া।

চিলির মধ্যাঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে। তীব্র বাতাস, উচ্চ তাপমাত্রা এবং দীর্ঘদিনের খরার কারণে আগুন খুব দ্রুত ছড়াচ্ছে। আগুনে স্যান্টা ওলগা শহরটি একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App