×

আন্তর্জাতিক

পাকিস্তান

বেলুচিস্তানে ৩ ‍দিনে ২৪ বিচ্ছিন্নতাবাদী নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫১ এএম

বেলুচিস্তানে ৩ ‍দিনে ২৪ বিচ্ছিন্নতাবাদী নিহত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের মাখ ও কোলপুরে ৩ দিনে ২৪ জন বিচ্ছিন্নতাবাদী নিহতের খবর পাওয়া গেছে। পাকিস্তান সামরিক বাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) শুক্রবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিটিতে বলা হয়, ২৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বেলুচিস্তানের মাখ এবং কোলপুরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। সংঘর্ষে ২৪ বিচ্ছিন্নতাবাদী ও আইনশৃঙ্খলা বাহিনীর ৪ সদস্য নিহত হয়েছে। অন্যদিকে ২ জন বেসামরিক ব্যক্তি নিহতের খবর নিশ্চিত করেছ আইএসপিআর। খবর ডনের।

প্রতিবেদনটিতে বলা হয়, জানুয়ারি মাসের শেষ তিন দিন মাখ এবং কোলপুরে সন্ত্রাসীদের সঙ্গে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তীব্র সংঘাত হয়। সংঘাতে নিহত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন শেহজাদ বালোচ, আতাউল্লাহ, সালাহ উদ্দিন, আবদুল ওয়াদুদ জিশান। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায় নি।

ছবি: সংগৃহীত

ভৌগলিক আয়তনের হিসেবে বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ। ইরানের সিস্তান-বালুচিস্তান এবং আফগানিস্তানের অন্তত ৪টি প্রদেশের সঙ্গে সীমান্ত রয়েছে এই প্রদেশটির। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে পাকিস্তানের স্বাধীনতা লাভের এক বছর পর থেকে প্রদেশটিতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়।

বর্তমানে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এসবের মধ্যে সবচেয়ে বড় গোষ্ঠীটির নাম বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। নিহত এই ২৪ বিচ্ছিন্নতাবাদীর সবাই বিএলএর সদস্য বলে জানা গেছে। বিচ্ছিন্নতাবাদী ও সেনা-পুলিশ যৌথ বাহিনীর ৩ দিনের সংঘাতে মাখ ও কোলপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

আরো পড়ুন: পাকিস্তানে ইসি কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ

বর্তমানে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এসবের মধ্যে সবচেয়ে বড় গোষ্ঠীটির নাম বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। নিহত এই ২৪ বিচ্ছিন্নতাবাদীর সবাই বিএলএর সদস্য বলে জানা গেছে। বিচ্ছিন্নতাবাদী ও সেনা-পুলিশ যৌথ বাহিনীর ৩ দিনের সংঘাতে মাখ ও কোলপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App