×

আন্তর্জাতিক

তোশাখানা মামলায় ইমরান-বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১২:০৪ পিএম

তোশাখানা মামলায় ইমরান-বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড

ছবি: এএফপি

তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে কারাদণ্ডের পাশাপাশি ইমরান খানকে পাকিস্তানের রাজনীতিতে ১০ বছরের জন্য নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) ইসলামাবাদের জবাবদিহিতা আদালত (অ্যাকাউন্টিবিলিটি কোর্ট) এই রায় ঘোষণা করে। খবর: দ্য ডনের।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচন হবে। নির্বাচনে পিটিআই তাদের দলীয় প্রতীকে অংশ নিতে পারবে না। এছাড়া নিষিদ্ধ করা হয়েছে ইমরান খানকেও। এমন পরিস্থিতিতে গতকাল সাইফার (সরকারি গোপন তথ্য প্রকাশ) মামলায় ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড হয়। একদিন পরই তোশাখানা দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে নতুন করে কারাদণ্ডের আদেশ দেয়া হলো।

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, জবাবদিহি আদালতের বিচারক মুহাম্মদ বশির রায় ঘোষণা করেন। সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীকে ১০ বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে এই দম্পতিকে দেড় বিলিয়নের বেশি রুপি জরিমানা করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App