×

আন্তর্জাতিক

ইরানে মোসাদের ৪ গুপ্তচরের ফাঁসি কার্যকর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১১:০৬ এএম

ইরানে মোসাদের ৪ গুপ্তচরের ফাঁসি কার্যকর

ইসরায়েলের কুখ্যাত গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে সোমবার চার কুর্দির ফাঁসি কার্যকর করেছে ইরান। 

ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার ভোরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই চার জনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। তাদের নাম মো. ফারামরজি, মহসেন মাজলুম, ওয়াফা আজারবার ও পেজমান ফতেহি। 

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল ইরানের একটি আদালত। কয়েক দিন আগে সেই দণ্ড রদ করার আবেদন ফের খারিজ করে ইরানের শীর্ষ আদালত।

দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, ২০২২ সালে ইজরায়েলি গুপ্তচর সংস্থা ‘মোসাদ’-এর হয়ে একটি হামলার ছক কষেছিলেন তারা। যদিও ইরানের গোয়েন্দা বিভাগ তা বানচাল করে। তার পরেই তদন্তে ধরা পড়ে এই চার জন।

তারা ইরাকের কুর্দিস্তান থেকে অবৈধ ভাবে ইরানে প্রবেশ করেছিলেন। ২০২২ সালে ইস্পাহানের এক কারখানায় হামলার পরিকল্পনা ছিল তাদের। এই কারখানাটি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য অস্ত্র তৈরি করে।

ইরান ও ইজরায়েলের মধ্য গুপ্তচরবৃত্তি নিয়ে অব্যাহত চাপানউতোর। গত ডিসেম্বরেই ‘মোসাদ’-এর সঙ্গে যোগ থাকার অভিযোগে তিন জন পুরুষ ও এক নারীকে মৃত্যুদণ্ড দেয় ইরান। জেলে পাঠানো হয়েছে একাধিক সন্দেহভাজনকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App