×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ ঘোষণা কাতায়িব হিজবুল্লাহ'র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:১৯ এএম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ ঘোষণা কাতায়িব হিজবুল্লাহ'র

ইরানের মদদপুষ্ট ইরাকে সক্রিয় সশস্ত্র সংগঠন কাতায়িব হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিরুদ্ধে সব সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে। খবর: আলজাজিরা'র।

কাতায়িব হিজবুল্লাহর সেক্রেটারি-জেনারেল আবু হুসেইন আল-হামিদাওয়ি এক বিবৃতিতে জানিয়েছেন, ইরাক সরকার যাতে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন না হয়, এজন্য তারা সশস্ত্র অভিযান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

আবু হুসেইন আল-হামিদাওয়ি বলেন, ‘দখলদার বাহিনীর বিরুদ্ধে আমাদের সামরিক ও নিরাপত্তা অভিযান বন্ধ ঘোষণা করছি, যাতে করে ইরাকি সরকারকে বেকায়দায় পড়তে না হয়। গাজায় আমাদের জনগণকে রক্ষায় আমরা অন্য উপায়ে প্রতিরোধ জারি রাখব।’

এ ঘোষণার জবাবে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেছেন, ‘কথার চেয়ে কাজ দ্রুত ফল বয়ে আনে।'

উল্লেখ্য, ইরাকে শিয়া মুসলিমদের মধ্যে যারা সশস্ত্র লড়াইয়ে মাঠে রয়েছে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সংগঠন হচ্ছে কাতায়িব হিজবুল্লাহ। গত ৭ অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর লোকজনের ওপর দেড় শতাধিক হামলা চালিয়েছে এই হিজবুল্লাহ। জবাবে যুক্তরাষ্ট্রও আকাশপথে বোমা হামলা চালিয়েছে এবং এর আগে কাতায়িব হিজবুল্লাহর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App